BIWTA Job Circular 2023
অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ১৬ টি পদে মোট ৬১ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (BIWTA Job Circular 2023) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
Bangladesh Inland Water Transport Authority Job Circular
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
পদের নাম ও সংখ্যা:-
১। অধ্যক্ষ, ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র – ০১ টি।
২। কনিষ্ঠ সহকারী নৌ- সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক/থার্ড অফিসার – ০৩ টি।
৩। সহকারী পরিচালক (হিসাব), সহকারী পরিচালক (অর্থ) এবং সহকারী পরিচালক (নিরীক্ষা) – ০১ টি।
৪। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা – ০২ টি।
৫। কনিষ্ঠ নদী জরিপকারী – ০৬ টি।
৬। সহকারী প্রোগ্রামার – ০১ টি।
৭। সাঁটমুদ্রাক্ষরিক – ০১ টি।
৮। সহকারী এবং কোষাধ্যক্ষ – ০১ টি।
৯। নক্সাবিদ – ০১ টি।
১০। কম্পিউটার অপারেটর – ০২ টি।
১১। ট্রাফিক সুপারভাইজার – ০২ টি।
১২। নিম্নমান সহকারী,সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ – ১১ টি।
১৩। ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান কাম-পাম্প ড্রাইভার/পাম্প ড্রাইভার-কাম ইলেকট্রিশিয়ান – ০৪ টি।
১৪। গ্রীজার – ২২ টি।
১৫। রেকর্ড কিপার – ০২ টি।
১৬। দপ্তরী – ০১ টি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ০৭ মে ২০২৩ তারিখ থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়:০৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচের চিএ দেখুন: